বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নিজাম হাজারীর মতবিনিময় 

ফেনী প্রতিনিধি

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নিজাম হাজারীর মতবিনিময় 

ফেনী-২ (সদর) আসনের আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কী করে তাদের রাষ্ট্রপ্রধান কে হবেন, তারওতো ঠিক নেই। তারাতো মাথামুন্ডহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

ফেনী পৌরমেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আ.লীগের সভাপতি অ্যাড. হাফেজ আহম্মদ। 

উপস্থিত ছিলেন, স্থানীয় সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমুখ।

টিএইচ